IQNA

ভি ডিও| ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলে প্রবেশের পর আল-আকসা শোহাদা হাসপাতালে গাজার জনগণের আনন্দ।

13:49 - April 14, 2024
সংবাদ: 3475332
ইকনা: ইরানি ক্ষেপণাস্ত্র দখলদার ফিলিস্তিনে আঘাত হানার সাথে সাথে গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল-বালাহতে আল-আকসা শোহাদা হাসপাতালে ফিলিস্তিনিরা উল্লাস প্রকাশ করে এবং তাকবীর শ্লোগান দেয়।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা রবিবার ভোরবেলা আল-আকসা শহীদ হাসপাতালে দামেস্কে ইরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলায় ইরানের তীব্র প্রতিক্রিয়া উদযাপন করেছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস এরোস্পেস ফোর্সের সাহসী সেনারা আজ রবিবার ভোরে এই বিপ্লবী ও জনপ্রিয় সংগঠনের অন্যান্য বাহিনীর সাথে একত্রে এই অবৈধ ও অপরাধমূলক শাসনকে শাস্তি দেওয়ার জন্য এবং "সৎ নীতির কাঠামোতে" প্রতিশ্রুতি "পবিত্র কোড "ইয়া রাসুলুল্লাহ (সাঃ)" এর সাথে অপারেশন "অধিকৃত অঞ্চলের ভিতরে লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে এবং নেগেভের দখলদার সামরিক বিমানবন্দর লক্ষ্য করে। গতকাল (শনিবার) রাতে হামলা শুরুর পর পরই ইরানের জনগণ রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশস্ত রাস্তায় জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইআরজিসি-কে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।

ট্যাগ্সসমূহ: সত্য প্রতিশ্রুতি
captcha